আমি মানুষ
সাব্বির আহমেদ সোহাগ
কে তুমি? ডাক আমায়!
মুসলিম,হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান নামে;
আমি তো মানুষ;এটাই আমার পরিচয়।
যে নামে ডাকলে_____
হয় জাতি,ধর্ম ও বর্ণগত বৈষম্য ;
দোহায় তোমার!ডেকো না সে নামে আমায়!
আমি তো মানুষ!এটাই আমার পরিচয়।
নহে কি মোরা সন্তান আদম-হাওয়ার
নহে কি শ্রেষ্ঠ জাতি?
তবে কিসের নেশায় এতো বৈষম্য দিবারাত্রি?
যে বৈষম্যে চলে রোহিঙ্গা নিধন
সিরিয়ায় মরে শিশু;
আছে কি কোন ধর্মগ্রন্থে
দেখাও দেখি কিছু?
সাজায়াছে বিদাতা বিশ্বভূবন
মানুষেরে দিয়েছে পাপ-পূণ্য,
ওপারে রেখেছে স্বর্গ -নরক
তা কি রবে শূণ্য?
কেন করো এই মিছে বৈষম্য
জাতি নিধনের ঘোরে;
মানুষহীনা থাকিবে কি ধর্ম
এই বিশ্বজগত জুড়ে?
ধর্মের জন্যে মানুষ নাকি
মানুষের জন্যে ধর্ম?
তবে কিসের এত
অসাম্প্রদায়িকতা
কেন এতো বৈষম্য?
ভালোবাস মানুষ হৃদয় দিয়ে
খোদার সকল সৃষ্টি,
দুচোখ ভরে তৃপ্তি পাবে
যে দিক পানে দিবে দৃষ্টি।
ভালবাসায় হবে পৃথিবী আবাদ
রবে না দুঃখ ভয়;
শান্তি সুখের বইবে বাতাস
বিশ্বজগতময়।
Comments
Powered by Facebook Comments
সুন্দর।তবে
“ভালোবাস হৃদয় দিয়ে
খোদার সকল সৃষ্টি”
এরকম হলে ছন্দ টা ভাল মিল ত।