এম এইচ কবীর, (সিএন নিউজ নিজস্ব প্রতিনিধি)
কোটা সংস্কারের দাবিতে ক্লাস বর্জন ও বিক্ষোভে উত্তাল রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।
সোমবার (৯ এপ্রিল) সকাল ১১ টায় অনুষদ ভবন ও অন্যান্য অনুষদ ভবনে সরেজমিনে গিয়ে দেখা যায় শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের কোন উপস্থিতি নেই। সকল শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে আন্দোলনে যোগ দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ-ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শ্লোগানে প্রকম্পিত হয়েছে পুরো ক্যাম্পাস।
ক্লাস বর্জন করে সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করছে সাধারণ শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়।
এদিকে আন্দোলনকারীরা ক্যাম্পাসের প্রধান ফটকের মহাসড়ক অবরোধ করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। ফলে গোটা ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
কোটা সংস্কার দাবি ও ঢাকায় আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসের প্রধান ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Comments
Powered by Facebook Comments