সিএন নিউজ নিজস্ব প্রতিবেদকঃ-
কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, জোড্ডা বাজার সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার ২০১৮ইং সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে, আজ বৃহস্পতিবার মাদ্রাসার হল মিলনায়তনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জনাব মোঃ ওমর ফারুক লিটন সাহেবের সভাপতিত্বে উক্ত মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জোড্ডা পূর্ব ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, জনাব আনোয়ার হোসেন মিয়াজী।
মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোঃ আবদুল মিয়া।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব জসীম উদ্দিন চৌধুরী, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ শহীদুল্লাহ চৌধুরী সোহেল, জোড্ডা পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ, মোঃ আবদুস সালাম, উক্ত মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, মাওলানা আবু হানিফ সাহেব ও উক্ত মাদ্রাসার সকল শিক্ষক ছাত্র/ছাত্রী বৃন্দ।
জোড্ডা আলিম মাদ্রাসার অবসর জনিত কারণে দুজন শিক্ষক বিদায় নেন। তারা হলেন জনাব মাওলানা রুহুল আমিন ও জনাব ক্বারী আবদুল খালেক। ২০১৮ইং সালের আলিম বিদায়ী পরীক্ষার্থীরা সম্মানিত অতিথিদের মাধ্যমে উনাদের দু জন কে বিদায়ী সম্মাননা প্রদান করেন। পরে মুনাজাতের মাধ্যমের মিলাদ মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
Comments
Powered by Facebook Comments