ঝিনুকে লুকিয়ে থাকা মুক্তা অতি ক্ষুদ্র কিন্তু মূল্যবান, আকর্ষণ সর্বজনীন। অণুগল্প এমনই।
অণুগল্পকারকে সেই হ্যামলিনের বাঁশিঅলা হতে হয়—যে তার বাঁশির বোলে যা খুশি তাই করে ফেলতে পারে।
অণুগল্প হলো ছোটগল্পের নবজাতক শিশু। আধো আধো কথা বলে অথবা সামান্য কিছু শব্দ উচ্চারণ করে মাকে জানাবে তার খিদে-ঘুম পাওয়ার কথা। মা সেটা বুঝে নেবেন অবলীলাক্রমে।
এমনই ভিন্ন ভিন্ন ধাঁচের ১৪০ টা গল্প নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে টিম উজীগ এর একটি প্রচেষ্টা অণুগল্প সংকলন ” অর্জয়িতা”
কিতাব: অর্জয়িতা
ধরণঃ অণুগল্প সংকলন
সংকলনে: খুরশিদা নুর নিশি
সম্পাদনায়: টিম উজীগ
প্রচ্ছদ: Ashraful Islam
প্রকাশনায়: Pandulipi Prakash – পাণ্ডুলিপি প্রকাশ
প্রচ্ছদমূল্য: ২০০৳
আজ থেকে ২৫% ছাড়ে বইটি প্রি-অর্ডার করতে পারবেন ১৫০ টাকায়। এবং কুরিয়ার খরচ প্রতি কপির জন্য ৪০ টাকা ( মোট ১৯০ টাকা)। প্রথম ৫০ জন প্রি-অর্ডারকারী পাবেন উজীগ বুকমার্ক। ৫ কপি প্রি-অর্ডারে কুরিয়ার খরচ ফ্রি।
প্রি-অর্ডারের সময়সীমা: ২৮ নভেম্বর–২০ ডিসেম্বর ২০২০ ইংরেজী।
প্রি-অর্ডারের জন্য বিকাশ নম্বর: 01642747699
প্রি-অর্ডার করতে যোগাযোগ:
Khurshida Noor Nishi