প্রচ্ছদ / সারাদেশ / আমুয়াকান্দা রিটেইলার গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

আমুয়াকান্দা রিটেইলার গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

মিজানুর রহমান সুজন ময়মনসিংহ প্রতিনিধি:-

ময়মনসিংহের ফুলপুর উপজেলার আমুয়াকান্দা বাজারে ডিজিটাল লেনদেনে সম্পৃক্ত ব্যবসায়ীদের সংগঠন আমুয়াকান্দা রিটেইলার গ্রুপ। গত ১৫ সেপ্টেম্বর গ্রুপটির ১ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

পয়ারী রোড সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপনকালে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলপুর পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর তাসনোভা নাসরিন নিশু। এসময় গ্রুপের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফকির, সদস্য হেলাল উদ্দিন, মোঃ সুহেল মিয়া এবং দেবদূত দত্তসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে সংগঠনের বিভিন্ন ইতিবাচক দিক সম্পর্কে আলোচনা করেন। প্রত্যাশা ব্যক্ত করেন, আমুয়াকান্দা বাজারে সংশ্লিষ্ট পেশায় জড়িত সকলেই তাঁদের সংগঠনে যুক্ত হবেন।

অনুষ্ঠানে ডিজিটাল লেনদেন সেবাদাতা বিভিন্ন কোম্পানির এস.আর. এবং মিডিয়া কর্মীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক বাহার উদ্দীন।

এছাড়াও চেক করুন

নড়াইলে আড়াই’শত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

নড়াইল সংবাদদাতা : নড়াইল জেলা হতে ২০২০-২১ সেশনে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগপ্রাপ্ত …