নিজস্ব প্রতিনিধিঃ-
বাংলাদেশ ছাত্রলীগের সর্ববৃহৎ জেলা কমিটি বাংলাদেশ ছাত্রলীগ, সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান শাখার অন্তর্ভুক্ত ইষ্ট ওয়েষ্ট মেডিকেল কলেজ ছাত্রলীগের উদ্যোগে ২৩ নভেম্বর রোজ মঙ্গলবার শতাধিক গরীব ও দুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচি উদ্ধোধন করেন দেশের মেডিকেল কলেজ ছাত্রলীগ এর আস্থাভাজন, আইকনিক নেতা ডাঃ মিজানুর রহমান সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ অন্যন্য অতিথিবৃন্দ।
কর্মসূচিতে ডাঃ মিজানুর রহমান সুমন বলেন চিকিৎসা বিজ্ঞান ছাত্রলীগ সারাজীবন জনমানুষের কল্যানে কাজ করে যাবেন বলে আমি বিশ্বাস করি।
ইষ্ট ওয়েষ্ট মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা এম এস রানা, সজল,মিকি, সানি দাস সহ অনেকেই উপস্থিত থেকে উক্ত কর্মসূচি সফলভাবে সমাপ্তি করেছেন।