প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / কৃষিক্ষাতে বিশেষ অবদানের জন্য এআইপি পুরুষ্কার পাচ্ছেন সামছুউদ্দিন কালু

কৃষিক্ষাতে বিশেষ অবদানের জন্য এআইপি পুরুষ্কার পাচ্ছেন সামছুউদ্দিন কালু

নিজস্ব প্রতিবেদক-

কৃষি উৎপাদন-বানিজ্যিক খামার স্থাপন ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প ক্যাটাগরিতে উল্লেখযোগ্য এবং প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি) পুরুষ্কার পাচ্ছেন উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু। তিনি কুমিল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আগামী (২৭- জুলাই) মঙ্গলবার কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপির উপস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করবেন।

এরিমধ্যে নাঙ্গলকোট উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলামের কাছ থেকে কৃষি মন্ত্রণালয়ের এ সম্মাননার আমন্ত্রণ পত্র পেয়েছেন সামছুউদ্দিন কালু।

সামছুউদ্দিন কালু রাজনীতির পাশাপাশি একজন সফল মৎস্য চাষী। যার স্বীকৃতিস্বরূপ পেয়েছেন স্বর্ণপদকসহ একাধিক পুরস্কার। তার এ অর্জনে নাঙ্গলকোট উপজেলার প্রশাসন, রাজনীতিবীদ, সাংবাদিক ও ব্যবসায়ী থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ সাধুবাদ জানিয়ে তার উত্তর উত্তর ভবিষ্যৎ কামনা করছেন।

এছাড়াও চেক করুন

নতুন ঘর পেয়ে মহা খুশি নারুয়ার অসহায় মুনাব মিয়া

‘প্রত্যয়’ সংগঠনের উদ্যোগে ও সজআ সংগঠন ও শ্রীকামতা পশ্চিমপাড়া স্পোটিং ক্লাবের সহযোগীতায় অবশেষে শেষ হলো …