প্রচ্ছদ / কৃষি ও কৃষকের সংবাদ / কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এআইপি সম্মাননা পেলেন সামছুদ্দিন কালু

কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এআইপি সম্মাননা পেলেন সামছুদ্দিন কালু

রবিউল হোসাইন রাজু:-

কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় (এগ্রিকালচারালি ইম্পর্ট্যান্ট পারসন-এআইপি)’ সম্মাননা-২০২০ পেলেন নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিসমিল্লাহ মৎস্য বীজ উৎপাদন খামারের পরিচালক সামছু উদ্দিন কালু, এআইপিরা সিআইপির মতো বিভিন্ন সুবিধা পাবেন। বুধবার সকাল ১১ টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রথমবারের মত কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ১৩ জন ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়।

কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী হাবিবুন্নাহার এমপি, সম্মাননা প্রাপ্তদের বক্তব্য রাখেন বিসমিল্লাহ মৎস্য বীজ খামারের সামছু উদ্দিন কালু, ও নুরুন্নাহার খামারের নুরুন্নাহার বেগম।

এছাড়াও চেক করুন

আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আজ বৃহস্পতিবার (২৩ জুন) মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের …