শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা এসেছে , এইবার করোনা ভাইরাসের কারণে এইচএসসি পরীক্ষা হবে না । জেএসসি ও এসএসসির রেজাল্ট দেখে এইচএসসি পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হবে! তার মানে সবাই অটো পাস ।
এইদিকে এইচএসসি পরীক্ষায় সবাই অটো পাস শুনে মুন্না মামা লুঙ্গি ডান্স দিলেন। মুন্না মামাদের বাড়ির সকলে খুশি । খুশি হওয়ার ও একটা কারণ আছে ! মুন্না মামার পরিবারের সবাই ভালো করে জানে এইচএসসি পরীক্ষা হলে , কখনো মুন্না মামা পাস করতো না কারণ বইয়ের সাথে মুন্না মামার কোনো যোগাযোগ ছিলো না। করোনা ভাইরাস এত বড় সুযোগ টা করে দিয়েছে।
এইদিকে মুন্না মামার সেই ছোটবেলা থেকে স্বপ্ন ছিলো , বড় হয়ে ডাক্তার হবে। তার পরিবার আগে সাপোর্ট দিলেও এখন আর দেয় না কারণ মুন্না মামার আগে পড়ালেখা ভালো ছিলো , এখন বইয়ের সাথে তার কোনো সম্পর্ক নেই , সেজন্য ।
এইদিকে মুন্না মামা নাচতে নাচতে আনন্দে পুরো এলাকায় ঘোষণা দিয়ে দিয়েছে , তিনি অটো পাস।।
তার কথা শুনে পাশের এলাকার অটোরিকশা চালক শাহআলম ভাই বলে উঠলেন …
—- মুন্না তুই যেহেতু অটো পার্টস তাহলে তুই এদিকে আয় আমার রিকশায় একটু লাগায় দি!
— আপনার রিকশায় লাগবো কেনো ?
—- আরে বেটা আমার অটোরিকশার কিছু পার্টস নাই , তাই বললাম । তুই তো চিৎকার দিতে দিতে বললি, অটো পার্টস ।
— দূর মিয়া , কী বলছি কী শুনলেন ? আমি বলছি , অটো পাস ।
—- সেটা আবার কী ?
— আরে সেটা বুঝবেন না । এইচএসসি পরীক্ষায় পরীক্ষা না দিয়েও পাস, তাই বলছি , অটো পাস ।
—- তো এই পাসে লাভ কী ? আচ্ছা তুই যেহেতু অটো পাস , আমারে একটা অটো বউ এনে দে ! বয়স তো কম হয়নি , ২৮ পার হইছে এখনো বিয়া করতে পারিনি ।
— ভাই আমি এখন বাজারে যাচ্ছি মিষ্টির জন্য৷ আপনার সাথে শুধু শুধু অপ্রয়োজনীয় কথা বলে সময় নষ্ট করতে চাই না। আমি যাই।
—- আচ্ছা একটা অটো বউ দেখিস।
শাহআলমের কোনো কথা কানে না নিয়ে মুন্না মামা বাজারে চলে গেলেন মিষ্টি আনতে। ৫ কেজি মিষ্টি নিলেন। বাড়িতে আসতে আসতে হাতে ছিলো ৩ কেজি বাকী ২ কেজি রাস্তায় যার সাথে দেখা হয়েছে তাকে মিষ্টি দিয়ে মন শান্তি করেছে।
৩ কেজি মিষ্টি নিয়ে বাড়িতে হাজির মুন্না মামা। বাড়ির সকল কে সালাম করে মিষ্টি বিতরণ করলেন।
সবার উদ্দেশ্য মুন্না মামা বলেন ….
— সবাই আমার জন্য দোয়া করবেন , ডাক্তার হয়ে যেনো করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করতে পারি ।
এই কথা শোনার পর সবাই ওয়াক ওয়াক করে মিষ্টি ফেলে দিলো ,
মুন্না মামার বাবা বলেন…
— ছিহ মুন্না , ছিহ। করোনার কারণে পাস করে, করোনার সাথে বেইমানি ।
গাজী ফরহাদ
নাঙ্গলকোট , কুমিল্লা ।
Gmail — gaziforhad.gf@gmail.com