প্রচ্ছদ / চট্টগ্রাম বিভাগ / চবি শিক্ষার্থীরা প্রতি মাসে পাবে ফ্রী ১৫ জিবি ডাটা

চবি শিক্ষার্থীরা প্রতি মাসে পাবে ফ্রী ১৫ জিবি ডাটা

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

অনলাইন ক্লাসে উপস্থিতি বাড়াতে প্রতি মাসে ১৫ জিবি ফ্রী ডাটা দিবে চবি কর্তৃপক্ষ। এ সুবিধা শুধু মাত্র বর্তমানে যারা অনার্স, মাস্টার্স, এমফিল, পিএইচডি চলমান শিক্ষার্থীরা পাবে।আর এর জন্য রবি/ এয়ারটেল সিম থাকতে হবে।

এ ডাটা শুধুমাত্র চবি ওয়েব পোটাল, জুম,জিমেইল, হট মেইল, WhatsApp, গুগল ড্রাইভ
ব্যাবহার করতে পারবে।প্রত্যেক মাসের অব্যাবহিত ডাটা পারের মাসে যোগ হবে।
এ জন্য রবি/ এয়ারটেল এর সাথে চুক্তি করেছে চবি কর্তৃপক্ষ।

এছাড়াও চেক করুন

নাঙ্গলকোটে রাবেয়া ইসলামীয়া কমপ্লেক্স ইবতেদায়ী মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

এমডি শাহিন মজুমদার, সিএন নিউজ২৪.কম। কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার রাবেয়া ইসলামীয়া কমপ্লেক্স ইবতেদায়ী মাদ্রাসার ছাত্রছাত্রী ও …