প্রচ্ছদ / জাতীয় / জবির আরেক কর্মচারী ‘করোনা পজিটিভ’

জবির আরেক কর্মচারী ‘করোনা পজিটিভ’

 

জবি সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আরেক কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি গার্ডের দায়িত্বে ছিলেন। তার বয়স ৫০ বছর।

ওই কর্মচারীর পারিবারিক সুত্রে জানা যায়, ২৩ তারিখ থেকে তিনি তীব্র জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এরপর গতকাল অন্যান্য সহকর্মীদের পরামর্শে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে তিনি করোনা পরীক্ষা করান। আজ ঢাকা জেলা সিভিল সার্জন থেকে ওনার করোনা পজিটিভ বলে জানানো হয়েছে। তিনি বর্তমানে নিজ পরিবারের সাথে আছেন। তার শ্বাসকষ্টে সমস্যার কারণে তিনি উচ্চ ঝুঁকিতে আছেন।

করোনা আক্রান্ত কিভাবে হতে পারে? এমন প্রশ্নের জবাবে তারা বলেন, ওই কর্মচারী গত ১ মাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরেই ডিউটি করেছেন। পূর্বে আক্রান্ত এক কর্মচারীর সংস্পর্শে তার দেহেও সংক্রমিত হতে পারে বলে আশঙ্কা করছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল জানান, উনি করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি সিভিল সার্জন থেকে জেনেছি। ওনাকে আপাতত বাসায় থাকতে বলা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় হাসপাতালে নেয়া হতে পারে। আমরা সার্বক্ষণিক তার খোঁজখবর রাখছি। যে কোনো প্রয়োজনে আমরা সর্বোচ্চ সহায়তা করবো।

উল্লেখ্য, গতকাল রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

এছাড়াও চেক করুন

প্রথম ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধু টানেলে টোল দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে প্রথম ব্যক্তি হিসেবে টোল দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা …

১৮ মন্তব্য

  1. Looking for details about iPledge accutane? Visit ipledge accutane for guidance.

  2. What are the potential benefits of using Accutane 20 mg for acne treatment? https://isotretinoinex.website/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *