প্রচ্ছদ / প্রচ্ছদ / জাবি ও রাবিতে হামলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

জাবি ও রাবিতে হামলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

 জবি প্রতিনিধি,

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলা ও রাবি’র প্রতিবাদ মিছিলে শিক্ষার্থীদের পুলিশি হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (৬ নভেম্বর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় শহীদ মিনার হতে বিক্ষোভটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা বলেন, আমরা জাবির আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করছি এবং রাবি’র শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার নিন্দা জানাচ্ছি। শিক্ষার্থীরা আরো বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নাকি ভিসির জন্য?? যে ভিসি নিজের পদ রক্ষা করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপর আক্রমণ চালাতে পারেন তিনি আর যাই হোক ভিসি হবার যোগ্যতা রাখেন না। এ সময় তারা অবিলম্বে ভিসিকে প্রত্যাহার করতে রাষ্ট্রপতিকে অনুরোধ জানান। এদিকে বেলা ১২টায় প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে ক্যাম্পাসে আরেকটি বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

এছাড়াও চেক করুন

প্রথম ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধু টানেলে টোল দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে প্রথম ব্যক্তি হিসেবে টোল দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা …

৪ মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *