প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / ডিএমসান এর উদ্যোগে নাঙ্গলকোটবাসীর জন্য ফ্রি টেলিমেডিসিন সেবা চালু

ডিএমসান এর উদ্যোগে নাঙ্গলকোটবাসীর জন্য ফ্রি টেলিমেডিসিন সেবা চালু

নিজস্ব প্রতিনিধিঃ-

গতবছরের ন্যায় এবারও করোনার এই প্রকোপের সময় ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন অফ নাঙ্গলকোট, কুমিল্লা এর উদ্যোগে একদল বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে নাঙ্গলকোটবাসীর জন্য ফ্রি টেলিমেডিসিন সেবা দেওয়া হচ্ছে।এই টেলিমেডিসিন সেবার মাধ্যমে যেকোনো স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ পাওয়া যাবে।এই ক্ষেত্রে তাদের দেওয়া কতগুলো নাম্বারে যোগাযোগ করে মানুষ তাদের প্রয়োজন অনুযায়ী ফ্রীতে সেবা নিতে পারবেন।

“ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন অফ নাঙ্গলকোট” হলো নাঙ্গলকোট উপজেলার ২০০ মেডিকেল স্টুডেন্ট ও ১০০ ডাক্তারদের সমন্বয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

টেলিমেডিসিন সেবার সমন্বয়ক স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী জহির উদ্দিন বলেন, “এই সংগঠনের উদ্যোগে গতবছর প্রায় ১০ হাজার মানুষ কে সেবা দেয়া হয়েছে, দুটি এতিমখানায় ইফতার বিতরণ ও করোনার সময় সাধারণ মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার,মাস্ক বিতরণ সহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।”

সংগঠনটির সভাপতি নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের শিক্ষার্থী “মোশাররফ শরীফ” ও সাধারণ সম্পাদক গনস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের শিক্ষার্থী “নাজমুল ইসলাম তুষার” এর সার্বিক তত্ত্বাবধানে সকল কাজ পরিচালিত হচ্ছে।

এছাড়াও চেক করুন

সুন্দর ও সুস্থ সমাজ গড়তে বই পড়ার গুরুত্ব বাড়াতে হবে: ওসি শহীদ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের চক্রলোদী খিলপাড়া দক্ষিণ সমাজ কল্যাণ পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন …