প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / দক্ষিণ আফ্রিকায় অজ্ঞাত ব্যক্তির হাতে নাঙ্গলকোটের যুবক খুন

দক্ষিণ আফ্রিকায় অজ্ঞাত ব্যক্তির হাতে নাঙ্গলকোটের যুবক খুন

রবিউল হোসাইন রাজুঃ

দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গ প্রদেশের পিটারটিপে গতকাল সোমবার (২৭ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অজ্ঞাত ব্যক্তির হাতে নির্মমভাবে খুন হয়েছেন মঈন উদ্দিন (৫৬) নামের এক বাংলাদেশী।

কিছু বুঝে উঠার আগেই অজ্ঞাত ব্যক্তিরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। ঘটনার পরপরই ঘটনার স্থলে আসে পুলিশ, খুনী শনাক্তে কাজ করছে বলে জানান তারা।
নিহত মঈন উদ্দিন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের পদুয়ারপাড় গ্রামের মৃত মনতাজ মিয়ার ছেলে।

সে দীর্ঘ আট বছর দক্ষিণ আফ্রিকায় ব্যবসা পরিচালনা করে আসছেন তিনি। তাঁর এমন নির্মম মৃত্যুতে পরিবার সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের মরদেহ দেশে আনার বিষয়ে আলোচনা হচ্ছে বলে জানান দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত প্রতিবেশী বাংলাদেশীরা।

এছাড়াও চেক করুন

সুন্দর ও সুস্থ সমাজ গড়তে বই পড়ার গুরুত্ব বাড়াতে হবে: ওসি শহীদ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের চক্রলোদী খিলপাড়া দক্ষিণ সমাজ কল্যাণ পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন …