নিজস্ব প্রতিবেদকঃ
মঙ্গলবার সন্ধায় নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের মেটুয়া সমাজ কল্যাণ পরিষদের ক্রীড়া বিভাগ কর্তৃক পরিচালিত ‘মেটুয়া সূর্য তরুন ক্লাব’র উদ্যোগে নৈশকালীন শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্ট ২০২১ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৭ নং হেসাখাল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল বাহার মজুমদার। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেসাখাল ইউনিয়ন আ’লীগের সভাপতি মাস্টার আব্দুল বাতেন, ইউপি সদস্য জালাল আহাম্মদ ভূঁইয়া, সমাজ সেবক মো: মামুনুর রশিদ রুবেল। উক্ত অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, সুহৃদ এ.কে. কলেজ অব সায়েন্স এন্ড টেকনোলজির ইন্সট্রাক্টর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. জসীম উদ্দিন, সিএন নিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সম্পাদক রবিউল হোসাইন রাজু, আবু ইউসুফ, বাবলু, জিয়াউল হক প্রমূখ।