নিজস্ব প্রতিবেদকঃ-
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের জনপ্রিয় সেচ্ছাসেবী সামাজিক সংগঠন, চক্রলোদী খিলপাড়া দক্ষিণ সমাজ কল্যাণ পরিষদ এর পঞ্চম বর্ষপূর্তি ও ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২০১৭ সালে যাত্রা শুরু হয় সংগঠনটির। এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা দূরীকরণের লক্ষ্যে ও শিক্ষা স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছে সংগঠনটির সদস্যরা। সবার সম্মতিতে সংগঠনটির উপদেষ্টা মাষ্টার আলমগীর হোসেন ও মোঃ তোফাজ্জল হোসেনের অনুমতিক্রমে আগামী দুই বছরের জন্য কমিটির অনুমোদন দেওয়া হয়। সংগঠনের আহ্বায়ক আমিন মালিকের সভাপতিত্বে, সংগঠনের অফিসে কমিটি গঠন নিয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেসাখাল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার এমরান হোসেন ও সংগঠনের উপদেষ্টা ইব্রাহিম খলিল পলাশ এতে পূনরায় সভাপতি পদে নির্বাচিত করা হয় এমডি শাহিন মজুমদার’কে।
কমিটির অনন্যরা হলেন সিনিয়র সহ _সভাপতি – মিজানুর রহমান (রুবেল) সহ _সভাপতি – আমিন মালিক, সহ _সভাপতি – আব্দুল কাইয়ুম মজুমদার, সহ_সভাপতি – রিয়াজ মালিক, সহ_সভাপতি – মাহমুদুল হাসান (রিদয়), সহ_সভাপতি – মোঃ শাহজাহান, সহ_সভাপতি – ফেয়ার আহমদ। সাধারণ সম্পাদক – আব্দুল আউয়াল (মানিক) সিনিয়র সহ_সাধারণ সম্পাদক – মোঃ মামুন, সহ_সাধারণ সম্পাদক – মাকছুদুর রহমান মজুমদার, সহ_সাধারণ সম্পাদক – আব্দুর রহমান মজুমদার, সহ_সাধারণ সম্পাদক – জহিরুল ইসলাম (বাবলু), সহ_সাধারণ সম্পাদক – মেহেদি হাসান মজুমদার, সহ_সাধারণ সম্পাদক – ওসমান মজুমদার, সহ_সাধারণ সম্পাদক – জাহিদুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক – শামীম মজুমদার, সহ_সাংগঠনিক সম্পাদক – শাহপরান মজুমদার, সহ_সাংগঠনিক সম্পাদক – শাহআলম মজুমদার, সহ _সাংগঠনিক সম্পাদক – সোহেল রানা, সহ_সাংগঠনিক সম্পাদক – আল নোমান, সহ_সাংগঠনিক সম্পাদক – আব্দুল হান্নান, প্রচার সম্পাদক – সাঈদ সবুজ মজুমদার, সহ _প্রচার সম্পাদক – মহিন উদ্দিন, সহ_প্রচার সম্পাদক – জোবায়েদ মজুমদার, সহ_প্রচার সম্পাদক – মোঃ রিশাদ। দপ্তর সম্পাদক – দেলোয়ার হোসেন সাগর, সহ দপ্তর সম্পাদক – ইয়াসিন আরাফাত সহ_ দপ্তর সম্পাদক – তানজিরুল ইসলাম (আসিফ)। অর্থ সম্পাদক শামীম মজুমদার, শেখ ফরিদ শাহপরান মজুমদার।
ধর্ম বিষয়ক সম্পাদক – মোঃ কায়কোবাদ মজুঃ, সহ_ধর্ম বিষয়ক সম্পাদক – মোজাম্মেল হোসেন (উজ্জ্বল) সহ _ধর্ম বিষয়ক সম্পাদক – শেখ ফরিদ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক – আমানউল্লাহ আমান। সমাজ সেবা বিষয়ক সম্পাদক – আব্দুল্লাহ আল নোমান (হীরা) সহ_সমাজ সেবা বিষয়ক সম্পাদক – আইয়ুব আলী মজুমদার। সহ_সমাজ সেবা বিষয়ক সম্পাদক – সোহেল রানা মুন্সী বাড়ি সহ_সমাজ বিষয়ক সম্পাদক – পারভেজ মুন্সী বাড়ি আন্তর্জাতিক সম্পাদক – মোঃ রিয়াজ (দায়েমছাতী) সহ_আন্তর্জাতিক সম্পাদক – মোঃ সালাউদ্দিন মজুঃ সহ_ আন্তর্জাতিক সম্পাদক – মোঃ মাসুদ। ক্রিয়া বিষয়ক সম্পাদক – জাহিদুল ইসলাম, সহ_ ক্রিয়া বিষয়ক সম্পাদক – আলাউদ্দিন, সহ_ক্রিয়া বিষয়ক সম্পাদক – করিম।
সদস্যঃ- মোঃ কবির, সোহাগ, মফিজ মজুমদার, হাসিবুর রহমান, সুমন মজুমদার আলী মজুমদার, শুক্কুর মজুমদার, রফিক মজুমদার, শফিক মজুমদার, রবিউল মজুমদার, শাহাদাত মজুমদার রিয়াজ মজুমদার, আব্দুল কাইয়ুম, মোঃ সবুজ, মানিক, মোঃ জোবায়েদ, মোঃ জহিরুল ইসলাম, মোঃ ইকবাল, মোঃ রিপন, মাকছুদুর রহমান, আলাউদ্দিন, বাবলু, আলামিন, ফয়সাল, সালাউদ্দিন, আঃ রহমান, মোঃ বছির, সবুজ, শরিফ, সৌরভ, আরিফ, আলামিন, সোহাগ, শামীম, নিজাম, মোঃ রুবেল মজুমদার, শরিফ রোহান, হাসিব, মনির মজুমদার, শাহপরান, মোঃ তুর্কি মজুমদার, মাহফুজুর রহমান মজুমদার।