এমডি শাহিন মজুমদার, সিএন নিউজ২৪.কম।
কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার রাবেয়া ইসলামীয়া কমপ্লেক্স ইবতেদায়ী মাদ্রাসার ছাত্রছাত্রী ও অভিভাবক মত বিনিময় সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদ্রাসা পরিচালক অহিদুল ইসলাম মজুমদারের সঞ্চালনায়, সভায় সভাপতিত্ব করেন দায়েমছাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আলহাজ্ব আলী আকবর।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং হেসখাল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী প্রফেসর ইকবাল বাহার মজুমদার ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভার পৌর কমিশনার আখতারুজ্জামান, দায়েমছাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল লতিফ পাটোয়ারী, ইউপি আওয়ামীলীগের সভাপতি মোতালেব হোসেন, বেলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, হেসাখাল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দিদারুল ইসলাম মজুমদার, ডাঃ আনিসুল হক, নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী মফিজুর রহমান, নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী নাসির উদ্দিন, চক্রলোদী খিলপাড়া সমাজ কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আমিন মালিক, আব্দুল্লাহ আল মামুন (জাবের), প্রবাসী মনির হোসেন, অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী এবং অভিভাবকরা ।