নিজস্ব প্রতিবেদকঃ-
রাষ্ট্রীয় মর্যাদায় কুমিল্লার নাঙ্গলকোটের সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইসহাক মিয়া’র (৬৮) জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টায় নাঙ্গলকোট কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টায় পৌর সদরের হরিপুর গ্রামের নিজ বাড়ীতে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
বীর মুক্তিযোদ্ধা ইসহাক মিয়া নাঙ্গলকোট উপজেলা প্রতিষ্ঠা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি নাঙ্গলকোটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্বনয়ক, ৭১ সালের রণাঙ্গনের বীর সৈনিক ও দীর্ঘদিন যাবৎ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্ব পালন করেন।
মৃত্যু কালে স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে’সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান তিনি। তাঁর মৃত্যুতে উপজেলা ব্যাপী শোকের ছায়া নেমে এসেছে। বীর মুক্তিযোদ্ধা ইসহাক মিয়ার জানাযায় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছু উদ্দিন কালু, উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল, থানা অফিসার ইনচার্জ আ স ম আব্দুর নূর, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউসুফ, ঢালুয়া ইউপি চেয়রম্যান নাজমুল হাছান ভূঁইয়া বাছির, উপজেলা আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মজুমদার, দপ্তর সম্পাদক শাহ খোরশেদ আলম, নাঙ্গলকোট প্রেসক্লাব সিনিয়র সহসভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী’সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এছাড়াও জানাযায় অংশগ্রহণ করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ’সহ উপজেলার হাজার-হাজার মানুষ।