প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / নাঙ্গলকোট এ শেখ রাসেল দিবস পালিত

নাঙ্গলকোট এ শেখ রাসেল দিবস পালিত

নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধিঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল দিবস-২০২১ (১৮ অক্টোবর) সোমবার সকালে, উপজেলা‌ পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। কৃষি কর্মকর্তা জোনায়েদ আহমেদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল(লোটাস কামাল) এফসিএ, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছু উদ্দিন কালু, নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক, অধ্যাপক জয়নাল আবেদীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের আবু, পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, উপজেলা আওয়ামীলীগের সদস্য মুন্নী আক্তার,উপজেলা নির্বাহী কমিশনার( ভূমি)মোহাম্মদ আশরাফুল হক, কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, সমবায় কর্মকর্তা কেফায়েত উল্লাহ খান, মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফা, পিআইও শামীমা আক্তার, এসআই আনোয়ার, রায়কোট উওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম, হেসাখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমেদ, পৌর কাউন্সিলর সাদেক হোসেন, শেখ রাসেল মজুমদার, উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, দপ্তর সম্পাদক আব্দুল জলিল,হাসান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ওবায়দুল হকসহ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা,আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আশা শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

May be an image of 8 people, people standing, flower and outdoors

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন; শেখ রাসেল ছিলেন বঙ্গবন্ধুর মতো একজন মেধাবী মানুষ, জন্মের পর থেকেই তার মধ্যে দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা, উদারতা সহানুভূতিশীলতা ছিলো। ঐ খুনি মোসতাকরা বলেছিলো, বাঘের ঘরে বাঘের বাচ্চাই হয় তাই তাকে বাঁচতে দেয়া যাবেনা। শেখ রাসেল ঐদিন ঘাতকদের কাছে বাঁচার আকুতি জানিয়েছিলো, কিন্তু তারা শেখ রাসেলকে সেই কালো রাত্রিতে নির্মম ভাবে হত্যা করে।

May be an image of 4 people, people sitting and outdoors

এর আগে শেখ রাসেল প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা অফিসের উদ্যোগে ১০০টি তালের চারা গাছ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

এছাড়াও চেক করুন

নতুন ঘর পেয়ে মহা খুশি নারুয়ার অসহায় মুনাব মিয়া

‘প্রত্যয়’ সংগঠনের উদ্যোগে ও সজআ সংগঠন ও শ্রীকামতা পশ্চিমপাড়া স্পোটিং ক্লাবের সহযোগীতায় অবশেষে শেষ হলো …