নাঙ্গলকোট পৌরসভার ঢাকায় বসবাসকারীদের নিয়ে অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘নাঙ্গলকোট পৌর ফোরাম ঢাকা’র কমিটি গঠন ও মতবিনিময় সভা রাজধানী ঢাকার পল্টনে অভিজাত হোটেল ওয়েস্টনে অনুষ্ঠিত হয়েছে।
নাঙ্গলকোট পৌর ফোরামের উপদেষ্টা, বিশিষ্ট শিল্পপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে, শাহাদাত হোসেন মিজানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপক মাহবুবুল হক, সাবেক সচিব আবু তালেব, সাংবাদিক সায়েম মাহবুব সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মতবিনিময় সভায় উপদেষ্টা পরিষদের পরামর্শক্রমে বশিরুজ্জামান খানকে সভাপতি ও মুজিব বাদলকে সাধারণ সম্পাদক বাহাউদ্দিন কোরাইশী শুভ খান’কে সাংগঠনিক সম্পাদক করে ৩১জন বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
উক্ত সভায় নাঙ্গলকোট পৌরসভার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঢাকায় বসবাসকারী নাঙ্গলকোট পৌরবাসীদের পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টির লক্ষ্যে “নাঙ্গলকোট পৌর ফোরাম ঢাকা” কাজ করে যাবে বলে আশা ব্যক্ত করেন আয়োজকরা।