সিএন নিউজ ডেস্ক:
কুমিল্লার নাঙ্গলকোটের একই পরিবারের নিখোঁজ হওয়া চার বোনকে উদ্ধার করেছে পিবিআই। গত ২৬ মে বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয় ওই চার বোন। তারপর থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না।
বৃহস্পতিবার রাতে কুমিল্লা পিবিআই-এর এক কর্মকর্তা ওই চার বোনকে খুঁজে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
উদ্ধারকৃতদের মামা সিদ্দিকুর রহমান বলেন, আমার চার ভাগ্নি পিবিআইয়ের হেফাজতে আছে৷ আমরা দেখা করতে এসেছি।
পিবিআই সুত্রে জানা যায়, কুমিল্লা শহরের জাঙ্গালিয়া থেকে তাদের উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে মাধ্যমে জানানো হয়, বাবা-মায়ের প্রতিদিনের ঝগড়ার কারণে চার বোন নানার বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা করে মাদ্রাসায় না গিয়ে বাসে করে কুমিল্লার জাঙ্গালিয়া চলে আসে। সেখানে একজন ভদ্র মহিলা (হালিমা আক্তার ৫০) ওনাকে রিকোয়েষ্ট করে তাদেরকে যেন আশ্রয় দেয়া হয়। ওই মহিলা ওদেরকে আশ্রয় দেয় এবং তাদের পরিবারের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করে, তাদের কাছে নাম্বার চাইলে তারা বলেন নাম্বার তাদের জানা নেই।
পুলিশ এবং পিআইবি অনেক চেষ্টার পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান নির্ণয় করতে সক্ষম হন।
এই ঘটনায় ২৭ মে নাঙ্গলকোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করেন ওই চার মেয়ের বাবা মজিবুল হক।