সাজেদুর আবেদিন শান্তঃ সিএন নিউজ২৪.কম ।
বগুড়ার সোনাতলায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের দলীয় একক মনোনয়ন পেলেন অ্যাড.মিনহাদুজ্জামান লীটন।
কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক রোববার বিকেলে সোনাতলা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে এ মনোনয়ন দেয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পোর সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাড. জাকির হোসেন নবাব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলু, সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী, অধ্যক্ষ সাইদুজ্জামান স্বপন, যুগ্ম সম্পাদক তাহেরুল ইসলাম তাহের, অধ্যক্ষ আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড ও জাকির হোসেন।
একই বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সদস্য মেজবাউল হক জুলুকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক জান্নাতুল ফেরদৌসী রুম্পাকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনিত করা হয়।