জবি সংবাদদাতাঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উপলক্ষে বুধবার সামরিক যাদুঘরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এসময় প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সচিব এবং বিএনসিসির মহাপরিচালক নাহিদুল ইসলাম খান, বিএসপি, এনডিসি, পিএসসি উপস্থিত ছিলেন।
এরপর জাতীয় শিশু দিবস উপলক্ষে ধানমণ্ডি ৩২ এ পথশিশু এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়, উক্ত অনুষ্ঠানে বিএনসিসি এর মহাপরিচালক শিশুদের মাঝে বিনামুল্যে স্কুল ব্যাগ, পড়ালেখার উপকরণ সামগ্রী বিতরণ করেন, এছাড়া শিশু দিবস ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী পালনে শিশুদের সঙ্গে নিয়ে কেক কেটে অনুষ্ঠানটির সমাপ্ত করেছেন।
উক্ত অনুষ্ঠানে মহাপরিচালক মহোদয় ছাড়াও বিএনসিসির অফিসার বৃন্দ এবং সেনা, নৌ, বিমান বাহিনীর ক্যাডেটরা উপস্থিত ছিলেন।