মোঃসিয়াম, বয়স ১২, উত্তরা হাই স্কুল এন্ড কলেজ’র ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র। করোনার এই ভয়াল গ্রাসে বিশ্ব যখন স্থবির সেখানে শিক্ষা প্রতিষ্ঠানও বাদ যায়নি। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে বিদ্যালয়ের কার্যক্রম অনলাইনে পরিচালিত হচ্ছে। অর্ধ বার্ষিকীর অ্যাসাইনমেন্ট জমা দিতে যথারীতি সিয়াম গতকাল স্কুলে আসে। স্কুলের সিকিউরিটি সিয়ামকে স্কুল ত্যাগ করতে দেখে। কিন্তু সিয়াম বাসায় ফেরেনি।
সিয়াম থানা মাধ্যমিক শিক্ষা অফিস উত্তরা, ঢাকায় কর্মরত সালেহা বেগম ও কেনু মিয়ার ছেলে । গতকাল ১৬/০৬/২১ তারিখ দুপুর ১২ টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে আজ উত্তরার -উত্তরা পশ্চিম থানায় সাধারন ডায়েরী করা হয় এবং র্যাব -১ এর কার্যালয়ে তার সন্ধানের জন্য আবেদন করা হয়। ৩৩ ঘন্টা পার হয়ে গেলেও তার এখনও কোনো সন্ধান পাওয়া যায় নি। সকলকে এ ব্যাপারে সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে।