নিজস্ব প্রতিবেদকঃ-
“প্রবাসীরা দেশের সূর্য সন্তান, আনবে দেশ ও জনগণের কল্যাণ” এ স্লোগানকে সামনে রেখে ২১ ডিসেম্বর রোজ সোমবার সকাল ৯ ঘটিকায় কুমিল্লা, নাঙ্গলকোট পৌরসভার অন্তর্ভুক্ত বাতুপাড়া গ্রামে বাতুপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে “নাঙ্গলকোট প্রবাসীকল্যাণ ইউনিট “এর পক্ষ থেকে ব্রেন টিউমার আক্রান্ত একজন মেরিন ইঞ্জিনিয়ার পড়ুয়া ছাত্র কে চিকিৎসার জন্য আর্থিক অনুদান হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নাঙ্গলকোট প্রবাসী কল্যাণ ইউনিটের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনের সভাপতিত্বে ও বাংলাদেশ প্রতিনিধি আলমগীর হোসেনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক মাস্টার তাজুল ইসলাম (সহকারী প্রধান শিক্ষক ময়ূরা উচ্চ বিদ্যালয়) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ জাহাঙ্গীর আলম মজুমদার, এতে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড কমিশনার মোহাম্মদ মহিন উদ্দীন,সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ শহীদুল্লাহ, মোঃ সিরাজুল ইসলাম, মো: হানিফ মিয়াজী,সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহিন উদ্দিন, প্রচার সম্পাদক নুরুল হক সুমন, দপ্তর সম্পাদক মোঃ জুয়েল আহমেদ,
বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ শহীদুল্লাহ মজুমদার( প্রধান শিক্ষক আজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়),
বাংলাদেশ প্রতিনিধি শাহাব উদ্দিন (প্রধান শিক্ষক পদুয়ার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়),বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম (প্রধান শিক্ষক বেতাগাঁও প্রাথমিক বিদ্যালয়)
উক্ত অনুষ্ঠানে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।