প্রচ্ছদ / আন্তর্জাতিক / ভারতের জাতীয় দলের ক্রিকেটার সুরেশ রায়না গ্রেফতার

ভারতের জাতীয় দলের ক্রিকেটার সুরেশ রায়না গ্রেফতার

সিএন নিউজ অনলাইন ডেস্ক:

ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নাকে মুম্বাই বিমানবন্দরের কাছে অবস্থিত ড্রাগনফ্লাই নাইট ক্লাব থেকে গ্রেফতার করা হয়েছে। পরে জামিনে মুক্তি পেয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে।

জানা যায়, স্থানীয় সময় রাত আড়াইটার সময় নাইট ক্লাবে তল্লাশি শুরু করে মুম্বাই পুলিশ। সেখান থেকে মোট ৩৪ জনকে আটক করা হয়েছিল। এদের মধ্যে ড্রাগনফ্লাই ক্লাবের ৭ কর্মীও রয়েছেন। করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মনীতি ভঙ্গ করায় গ্রেফতার করা হয়েছে তাদের।

মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানান, আটককৃতদের মধ্যেই ছিলেন ক্রিকেটার সুরেশ রায়না। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ১৮৮, ২৬৯ এবং ৩৪ নম্বর ধারায় মামলা দেওয়া হয়েছে।

করোনা সংক্রমণের মুম্বাইতে বর্তমানে কারণে নাইট কারফিউ চলছে। এই কারণেই ওই সময়ে নির্ধারিত সংখ্যার বেশি মানুষ নাইট ক্লাবে একত্র হতে পারবেন না। সেই নিয়ম ভঙ্গ করে রায়না ড্রাগনফ্লাই ক্লাবে অবস্থান করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে তল্লাশি চালায় এবং সেখানে অবস্থানরতদের গ্রেফতার করে।

 

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন।

এছাড়াও চেক করুন

প্রথম ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধু টানেলে টোল দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে প্রথম ব্যক্তি হিসেবে টোল দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা …