রবিউল হোসাইন রাজুঃ-
বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কুমিল্লা জেলা (দঃ) নাঙ্গলকোট উপজেলার ৪নং মৌকরা ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইউনিয়নের তেতৈয়া গ্রামের মোঃ শাহ আলমকে আহ্বায়ক ও তিলিপ গ্রামের মোঃ আলমগীর হোসেনকে সদস্য সচিব করে
৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।
উক্ত দায়িত্বপ্রাপ্ত কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে প্রতিটি ওয়ার্ড কমিটি গঠন করে উপজেলা কমিটি বরাবর প্রেরণের নির্দেশ দেওয়া হয়।
আহবায়ক কমিটিতে ৯ জনকে যুগ্ন আহবায়ক করা হয়েছে। যুগ্ন আহবায়কঃ
মোড্ডা গ্রামের ওমর ফারুক , নারুয়া গ্রামের আরিফুর রহমান ভেন্ডার , মৌকরা গ্রামের ওমর ফারুক , মোড়েশ্বর গ্রামের রফিকুল ইসলাম, তেলপাই গ্রামের জামাল হোসেন মজুমদার , চান্দগড়া গ্রামের সোলাইমান চৌধুরী , কেশতলা গ্রামের জাফর আহমেদ মজুমদার, পৌছইর গ্রামের মোঃ শাহ আলম, বড় ফতেহপুর গ্রামের মোঃ শাহাজান।
সদস্যরা হলেন, তেতৈয়া গ্রামের জহিরুল বাচ্চু, পৌছেইর গ্রামের মোঃ জাফর, তেতৈয়া গ্রামের মোঃ মোশাররফ হোসেন, কেশতলা গ্রামের মোঃ সাইফুল ইসলাম, খাঁটাচো গ্রামের আবুল কালাম, নান্দেশ্বর গ্রামের মোঃ নরুন নবী, মৌকরা দগ্রামের সোহেল রানা, মোড়েশ্বর গ্রামের মোঃ শাহাজান, আলীয়ারা গ্রামের মোঃ সেলিম, খাঁটাচৌ গ্রামের মোঃ দেলোয়ার, তিলিপ গ্রামের মোঃ নুরু, তেতৈয়া গ্রামের মোঃ অলি আহমেদ, মাঝিপাড়া গ্রামের মোঃ ইমরান, পরকরা গ্রামের মোঃ আনোয়ার, শিয়ালীপাড়া গ্রামের আবদুল আজিজ, বাগমারা গ্রামের মোঃ সিরাজুল ইসলাম, বড় ফতেহপুর গ্রামের শাহ আলম (সালী) কালেম গ্রামের মোঃ হানিফ, ছোট ফতেহপুর গ্রামের মোঃ মফিজুর রহমান মজুমদার, মোড়েশ্বর গ্রামের মনির আহমেদ (মামুন)।