প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / ময়নামতি মেডিকেল কলেজ ছাত্রলীগ’র ইফতার ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ

ময়নামতি মেডিকেল কলেজ ছাত্রলীগ’র ইফতার ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব সংবাদদাতাঃ-

করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে সবাইকে ঘরে থাকার আহবান করা হয়।এমন বৈরী পরিস্থিতিতে মানুষ কে সচেতন করা এবং করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করে ময়নামতি মেডিকেল কলেজ ছাত্রলীগ।

এ উদ্যোগের ময়নামতি মেডিকেল কলেজ ছাত্রলীগের বশির উদ্দিন রাজু বলেন, সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডাঃ আশিক হাসান স্বাগত ভাইয়ের নির্দেশনায় টেলিমেডিসিন সেবা, মাস্ক বিতরণ, ইফতার ও সেহরি বিতরনের মতো সেবা মূলক কার্যক্রম বর্তমানে চলমান। দেশে কোনো বিপত্তি এলে সবার আগে লড়াই করতে এসেছে ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে জনজীবন টালমাটাল। এমন দুঃসময়ে সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান শাখা ছাত্রলীগ জনসাধারণের পাশে আছে।

এছাড়াও চেক করুন

নতুন ঘর পেয়ে মহা খুশি নারুয়ার অসহায় মুনাব মিয়া

‘প্রত্যয়’ সংগঠনের উদ্যোগে ও সজআ সংগঠন ও শ্রীকামতা পশ্চিমপাড়া স্পোটিং ক্লাবের সহযোগীতায় অবশেষে শেষ হলো …