এস আই ইমরান –
৩০/০৪/২০২১ রোজ শুক্রবার, বাদ আছর ” ল’ এসোসিয়েশন অব বাংলাদেশ” মাদারিপুর শাখা এর পক্ষ থেকে ইফতার বিতরণ কার্যক্রম সফল ভাবে সম্পন্ন হয়েছে । এসময় উপস্থিত ছিলেন ল এসোসিয়েশন অফ বাংলাদেশ মাদারীপুর শাখা এর সভাপতি: শফিকুল ইসলাম সৈকত, সাধারণ সম্পাদক: নাইমুজ্জামান সামী,সাংগঠনিক সম্পাদক: নাজমুল সদ্দার শুভ, সহ-সভাপতি: সাইফুল ইসলাম জীবন, সাঈদ আরাফাত আবির, আমিনুল ইসলাম শান্ত এবং দপ্তর সম্পাদক: আশিক আজাদ এবং অতিথি ছিলেন মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি এ্যাডভোকেট ওবায়দুর রহমান কালু খান,
মাদারীপুর চেম্বার অফ কমার্সের সভাপতি হাফিজুর রহমান খান (যাচ্চু নানা) সহ যুবলীগ , ছাত্রলীগের সমান্নিত নেতা কর্মী,
আয়োজনে:ল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ মাদারীপুর শাখা এর সকল নেতাকর্মীরা।