প্রচ্ছদ / প্রচ্ছদ / সদ্য ঘোষিত সৌদি আরব বিএনপি’র কমিটিকে প্রত্যাখ্যান ঘোষণা করে সংবাদ সম্মেলন

সদ্য ঘোষিত সৌদি আরব বিএনপি’র কমিটিকে প্রত্যাখ্যান ঘোষণা করে সংবাদ সম্মেলন


এমডি শাহিন মজুমদার,সিএন নিউজ২৪.কম ।

অসাংবিধানিক ও অগণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত ও সদ্য ঘোষিত সৌদি আরব বিএনপি’র কমিটিকে প্রত্যাখ্যান ঘোষণা করে সংবাদ সম্মেলন করেছে বিএনপি সৌদি আরব কেন্দ্রীয় কমিটি। গত ৮ জুলাই ২০২১ এক বিবৃতিতে এই প্রত্যাখ্যানের ঘোষণা দেয়া হয়। বিবৃতিতে বলা হয়-
গত ২রা জুলাই সোশ্যাল মিডিয়ায় সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির ৬১ সদস্য বিশিষ্ট কমিটি দেখতে পাই। তাৎক্ষণিক যোগাযোগ করে জানা যায় যে, বর্তমান চলমান ১৭৭ সদস্য বিশিষ্ট কমিটির সিনিয়র অধিকাংশ নেতাদের না জানিয়ে সম্পূর্ণ অসাংবিধানিক ও অগণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত ও সদ্য ঘোষিত সৌদি আরব বিএনপি’র কমিটিকে প্রত্যাখ্যান ঘোষণা করছি।


দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে উক্ত কমিটি বাতিলের বিষয়ে দাবি জানানো হয় এই বিবৃতিতে।

এছাড়াও চেক করুন

বিএনপির দৃষ্টিসীমা ঘন কুয়াশায় আচ্ছন্ন : ওবায়দুল কাদের

বিএনপির দৃষ্টিসীমা ঘন কুয়াশায় আচ্ছন্ন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন …