সিএন নিউজ নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় হামলায় হতাহতের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে যুবদলের নেতাকর্মীরা। আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর মালিবাগ থেকে এ বিক্ষোভ শুরু হয়। পরে কর্ণফুলী গার্ডেন সিটির সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তাদের কর্মসূচি সমাপ্ত করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এসময় সমাবেশে যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।