প্রচ্ছদ / আন্তর্জাতিক / সৌদিআরবে প্রীতি ম্যাচে ভারতকে ৮ রানে হারালো বাংলাদেশী প্রবাসীরা

সৌদিআরবে প্রীতি ম্যাচে ভারতকে ৮ রানে হারালো বাংলাদেশী প্রবাসীরা

নিজস্ব প্রতিনিধিঃ
সৌদি আরবের হাফার আল-বাতেন এলাকায় আজ শুক্রবার বাংলাদেশি প্রবাসী এবং ভারতীয় প্রবাসীদের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
উক্ত ম্যাচে ৮রানে ভারতীয় প্রবাসীদের পরাজিত করে বাংলার দামাল ছেলেরা।
১৬ওভারের ম্যাচে বাংলাদেশ প্রথম ব্যাটিং করে ১উইকেট হারিয়ে ১৪৭রান সংগ্রহ করে।
জবাবে ব্যাট করতে নেমে ভারত ১৪ওভার ৫বল মোকাবিলা করে সবকটি উইকেট হারিয়ে ১৩৯রান সংগ্রহ করে।
বাংলাদেশ দলের পক্ষে হাফ সেঞ্চুরি করেন কুষ্টিয়া জেলার মোঃ সাগর।
বাংলাদেশের প্রবাসী খেলোয়াড়রা হলেন,
কুমিল্লা জেলার মোঃ শাহিন,মোঃ হাসান,মোঃ মনির,মোশাররফ হোসেন,
ফেনী জেলার মোঃ আনোয়ার,শরীফুল ইসলাম,মোঃ আরিফ,মোঃ জনি, মোঃ নাজিম, কুষ্টিয়া জেলার মোঃ সাগর, নোয়াখালী জেলার মোঃ লিটন।

এছাড়াও চেক করুন

দক্ষিণ আফ্রিকায় অজ্ঞাত ব্যক্তির হাতে নাঙ্গলকোটের যুবক খুন

রবিউল হোসাইন রাজুঃ– দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গ প্রদেশের পিটারটিপে গতকাল সোমবার (২৭ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল …