নিজস্ব প্রতিনিধিঃ-
আসন্ন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পেয়েছেন নাঙ্গলকোট উপজেলা আওয়ামীগের সদস্য ও হেসাখাল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল বাহার মজুমদার। গতকাল দলীয় কার্যালয় থেকে লিখিত আকারে চূড়ান্ত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
দলীয় প্রতীক পেয়ে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক ইকবাল বাহার মজুমদার তাঁর ফেসবুকে এক স্ট্যাটাসে বলেন, আমাকে হেসাখাল ইউনিয়ন আওয়ামী লীগের নৌকার প্রার্থী মনোনীত করার জন্য মাননীয় অর্থমন্ত্রী আ, হ, ম মোস্তফা কামাল এফ সি এ, এম পি (লোটাস কামাল) মহোদয়ের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপক জয়নাল আবেদিন, যুগ্ন আহবায়ক সাদেক হোসেন ভুইয়া, আবু বক্কর আবু, আবুল খায়ের আবু, মেয়র আবদুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ,সুশীল সমাজ, আব্দুর রাজ্জাক সুমন, নাঙ্গলকোট পৌরসভার কাউন্সিলর গন, জেলা, উপজেলা, ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ সেচ্ছাসেবক লীগ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, সকল দলীয় নেতাকর্মী, দেশ বিদেশের শুভাকাঙ্ক্ষীগন বিশেষ করে হেসাখাল ইউনিয়ন বাসি যাদের সাপোর্ট ও সহযোগিতা পেয়েছি তাদের প্রতি, আমি, আমার পরিবার (করিম স্যারের) পরিবার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি,ভবিষ্যতেও সকলের সহযোগিতা কামনা করছি।