প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / হয় মাদক ছাড়ুন, না হয় কুমিল্লা ছাড়ুন’ কুমিল্লা পুলিশ সুপার

হয় মাদক ছাড়ুন, না হয় কুমিল্লা ছাড়ুন’ কুমিল্লা পুলিশ সুপার

নিউজ ডেস্কঃ

কুমিল্লা জেলার পুলিশ সুপারের
দায়িত্ব নিয়েই মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ার করে দিয়েছেন ফারুক আহমেদ। শনিবার (২ জানুয়ারি) বিকেলে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন।

জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার ফারুক আহমেদ জেলার আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণে সংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, মানুষের যে কোনও সমস্যা সমাধানে পুলিশ সদস্যরা জেলার প্রতিটি ইউনিয়নে সেবা প্রদান করবেন।

সাংবাদিকদের কাছে কুমিল্লার বিভিন্ন সমস্যা শুনে তিনি বলেন, বিষয়গুলোতে গুরুত্ব দিয়ে জেলার আইনশৃঙ্খলার উন্নয়নে কাজ করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান, মো. সজিব খানসহ জেলার প্রিন্ট ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এছাড়াও চেক করুন

সুন্দর ও সুস্থ সমাজ গড়তে বই পড়ার গুরুত্ব বাড়াতে হবে: ওসি শহীদ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের চক্রলোদী খিলপাড়া দক্ষিণ সমাজ কল্যাণ পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন …