প্রচ্ছদ / পার্বত্য চট্টগ্রাম / আলীকদমে মুজিববর্ষ উপলক্ষ্যে শিশুমেলা অনুষ্ঠিত

আলীকদমে মুজিববর্ষ উপলক্ষ্যে শিশুমেলা অনুষ্ঠিত

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা,বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের আলীকদমে মুজিব বর্ষ উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পৃষ্টপোষকতায় পরিচালিত টেকসই সমাজিক উন্নয়ন প্রকল্পের পাড়া কেন্দ্র সমুহের ক্লাস্টার ভিত্তিক অংশ গ্রহনে শিশু মেলা অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার পানবাজাররস্থ চম্পট পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত শিশু মেলায় আলীকদম ইউনিয়নের ৪টি ক্লাস্টারের অর্ধশতাধিক পাড়া কেন্দ্রের পাড়া কর্মী ও ০৩-০৬বছর বয়সী প্রাথপ্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

টেকসই সমাজিক উন্নয়ন প্রকল্পের উপজেলা প্রকল্প অফিসার মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সায়েদ ইকবাল। অন্যান্যদের মাঝে আলীকদম সদর ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিন বিএ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইস্কান্দর নুরী, আলীকদম ইউনিয়নের সিনিয়র পাড়া কর্মীগণ ও অন্যান্য ইউনিয়নের অতিথি পাড়া কর্মী-সিনিয়র পাড়া কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

মেলায় শিক্ষার্থীদের অংশ গ্রহনে খেলাধুলা, ক্লাস্টার ভিত্তিক স্টলে পার্বত্য চট্টগ্রামের জুম চাষ, পাড়া কেন্দ্রের ডামী, বিশুদ্ধ পানীয় জলের উৎস, স্থানীয়দের তৈরী বিভিন্ন সরঞ্জাম, জনসচেতনতা মুলক ফ্যাস্টুন, প্লে-কার্ড, সড়ক পথের বিভিণ্ন সংকেতিক চিন্থসহ হাতের তৈরী সুপিস স্থান পায়।

এছাড়াও চেক করুন

প্রথম ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধু টানেলে টোল দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে প্রথম ব্যক্তি হিসেবে টোল দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *