প্রচ্ছদ / খুলনা / চায়না-বাংলাদেশ ইয়্যুথ ক্যাম্পে যোগ দিতে চীন যাচ্ছে ইবি টিম

চায়না-বাংলাদেশ ইয়্যুথ ক্যাম্পে যোগ দিতে চীন যাচ্ছে ইবি টিম

এম এইচ কবীরঃ

চায়না-বাংলাদেশ ইয়্যুথ ক্যাম্প ২০১৯ এ যোগ দিতে চীন যাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫ সদস্যের একটি টিম।

চীনের বসন্ত নগরী খ্যাত কুনমিং শহরে আগামী ২৬ আগস্ট হতে ৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে যোগদানের জন্য মনোনীত হয়েছেন ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক সাহিদা আখতার, ইংরেজি বিভাগের শিক্ষার্থী আদনান শাকুর, জান্নাতুল তাজরী, আইসিটি বিভাগের নাবিলা আফরিদা রহমান রাকা ও রেজওয়ানা করিম। তাঁরা আগামী ২৬ আগস্ট দেশত্যাগ করবেন।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে উপাচার্যের কার্যালয়ে উপস্থিত হয়ে ড. রাশিদ আসকারীর সাথে সৌজন্য সাক্ষাত করেন এ টিমের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা, আইআইইআর’র পরিচালক অধ্যাপক ড. মোহাঃ মেহের আলী এবং সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান।

স্বাক্ষাতকালে উপাচার্য ড. রাশিদ আসকারী বলেন, ক্যাম্পের এ অভিজ্ঞতা তোমাদের ভবিষ্যত জীবনের চলার পথে অত্যন্ত কাজে লাগবে। তিনি বলেন, তোমাদের মনে রাখতে হবে, তোমরা ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করছো। আশারাখি তোমাদের সকল কর্মকান্ডে বিশ্ববিদ্যালয় এবং দেশ গৌরবান্বিত হবে।

এছাড়াও চেক করুন

প্রথম ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধু টানেলে টোল দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে প্রথম ব্যক্তি হিসেবে টোল দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা …

৬ মন্তব্য

  1. Pingback: asic miner

  2. Pingback: browse this site

  3. Pingback: go

  4. Pingback: fazele lunii 2024

  5. Pingback: content

  6. Pingback: ทีเด็ดฟุตบอล

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *