প্রচ্ছদ / প্রচ্ছদ / চিকিৎসকদের এক বছর থাকতে হবে উপজেলা হাসপাতালে: প্রধানমন্ত্রী!

চিকিৎসকদের এক বছর থাকতে হবে উপজেলা হাসপাতালে: প্রধানমন্ত্রী!

অনলাইন ডেস্ক-

চিকিৎসকদের প্রত্যেককে এক বছর করে উপজেলা পর্যায়ের হাসপাতালে ইন্টার্নশিপ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দায়িত্ব পালনে ডাক্তার ও নার্সদের অবহেলা পেলে চাকরি থাকবে না বলেও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে তিনি আজ এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেছেন: চিকিৎসকদের জন্য দু’বছর ইন্টার্নশিপের ব্যবস্থা করতে হবে। এর মধ্যে এক বছর থাকতে হবে উপজেলা পর্যায়ের হাসপাতালে।

প্রচ্ছদবাংলাদেশ
চিকিৎসকদের এক বছর থাকতে হবে উপজেলা হাসপাতালে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ
– চ্যানেল আই অনলাইন 27 January, 2019 12:10
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-চিকিৎসকদের এক বছর উপজেলায়
চিকিৎসকদের প্রত্যেককে এক বছর করে উপজেলা পর্যায়ের হাসপাতালে ইন্টার্নশিপ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দায়িত্ব পালনে ডাক্তার ও নার্সদের অবহেলা পেলে চাকরি থাকবে না বলেও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে তিনি আজ এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেছেন: চিকিৎসকদের জন্য দু’বছর ইন্টার্নশিপের ব্যবস্থা করতে হবে। এর মধ্যে এক বছর থাকতে হবে উপজেলা পর্যায়ের হাসপাতালে।

Advertisement
তিনি বলেন: প্রত্যেক সরকারি হাসপাতালে বায়োমেট্রিক পদ্ধতি চালু করে চিকিৎসকদের হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করতে হবে। কেন কোনো এলাকার হাসপাতালে ডাক্তার থাকছেন না, তা সব জেলায় জরিপ চালিয়ে বের করতে বলেছেন তিনি।

যারা সেবা দেবেন না, তাদের ওএসডি করে রাখার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসকদের রাষ্ট্রীয় সম্মান দেয়া হয়েছে, তাদের অবশ্যই জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। তা না হলে চাকরি থেকে চলে যেতে হবে তাদের।

নার্সদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ‘নার্সরা রোগীর সেবা না করলে চাকুরি থেকে অব্যাহতি নিন।’

এছাড়াও চেক করুন

প্রথম ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধু টানেলে টোল দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে প্রথম ব্যক্তি হিসেবে টোল দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা …

৩ মন্তব্য

  1. Üst düzey bahis imkanı veren sbtech bahis siteleri lisans bilgisi ile güvenilir bir platform oluşturmaktadır.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *