প্রচ্ছদ / প্রচ্ছদ / ‘ছেড়া পাল’ মেহেদী হাসান উজ্জ্বলের কবিতা

‘ছেড়া পাল’ মেহেদী হাসান উজ্জ্বলের কবিতা

ছেড়া পাল

মেহেদী হাসান উজ্জ্বল

মাঝি চালাচ্ছে নৌকা গঙ্গায়,
আকাশের এক কোণে,
কালো মেঘ করেছে যাত্রায়।
বোধ হয় বৃষ্টি নামবে,
কিছুক্ষণের মধ্যে তীব্র মাত্রায়।
নববধূ বসে আছে লাল শাড়ির ঘোমটায়।
নতুন ঘরে যাবে এই প্রত্যাশায়।
নৌকায় নেই কোনো ছাউনি।
নেই কোনো মঁচ।
কোথায় আশ্রয় নিবে বধু?বৃষ্টির থাবায়।
বেবাক আকাশে ছড়িয়েছে কালো মেঘ।
চারদিকে অন্ধকার হয়ে আসিতেছে,
কালো মেঘের কল্পে।
দূর আকাশে মেঘের গর্জন,
মাঝে মাঝে আলোর ঝলকানির সর্জন।
আঁতকানিয়ে বধূর কম্পন।
মাঝি টানছে দাঁড় সজোরে,
পবন বইছে ধরে।
মাঝি উঠালো ছেড়া পাল ক্রমাগতভাবে,
নৌকা যাচ্ছে সত্বর দূর গন্তব্যে।

এছাড়াও চেক করুন

প্রথম ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধু টানেলে টোল দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে প্রথম ব্যক্তি হিসেবে টোল দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা …