প্রচ্ছদ / প্রচ্ছদ / জগন্নাথে আবরার হত্যার প্রতিবাদে ছাত্রদলের মিছিলে – ছাত্রলীগের হামলায় আহত-৬

জগন্নাথে আবরার হত্যার প্রতিবাদে ছাত্রদলের মিছিলে – ছাত্রলীগের হামলায় আহত-৬

জবি প্রতিনিধি, সিএন নিউজ২৪.কম।

ছাত্রলীগ কর্তৃক বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আজ সকাল নয়টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল বের করে জাতীয়তাবাদী ছাত্রদল।এ সময় ছাত্রলীগ কর্মীদের হামলায় করলে মিছিলটি পন্ড হয়ে যায় এবং ছাত্রদলের ৬ নেতাকর্মী আহত হন।আহতরা হলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি মিজানুর রহমান নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শরীফ ও আলী হোসেন হাওলাদার,ছাত্রদলকর্মী আরেফিন, জহিদ ভূইয়া ও জাহিদ।

আহতদের ভেতর সহ-সভাপতি মিজানুর রহমান নাহিদকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান শরীফকে সুমনা হাসপাতালে নেয়া হয়েছে।

এই ঘটনায় জবি ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আলী হাওলাদার ও ছাত্রদল কর্মী জাহিদকে কোতোয়ালি থানায় আটক করা হয়েছে।

ছাত্রদল সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, “আবরার হত্যার প্রতিবাদ ও ছাত্রদলের ক্যাম্পাসে নিয়মিত যাওয়ার কর্মসূচি হিসাবে ক্যাম্পাসে গেলে ছাত্রলীগ আমাদের উপর হামলা করে।আমরা এর তীব্র নিন্দা জানাই। আমাদের ক্যাম্পাস,আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান; আমরা ক্যাম্পাসে নিয়মিত আসবো। এতে কেউ বাধা দিলে এর জবাব ক্যাম্পাসেই দেয়া হবে।”

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মওদুদ বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছিলো তাই পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য আমরা ছাত্রদলের দুইজনকে আটক করেছি। তারা আমাদের হেফাজতে রয়েছে।”

এ বিষয়ে কথা বলতে জবি প্রক্টর ড. মোস্তফা কামালকে বারবার ফোন দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এছাড়াও চেক করুন

শান্ত–তানজিদ বিশ্বকাপের খেলোয়াড়ই নন

২০২৩ বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতা যেন বাংলাদেশকে কিছুতেই ছাড়ছে না। শুরুতে বাংলাদেশের টপাটপ উইকেট হারানো হয়ে …

৩ মন্তব্য

  1. Pingback: Dental Implants

  2. Pingback: visit the website

  3. Pingback: Hotel in Latvia

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *