প্রচ্ছদ / ঢাকা / জবির প্রথম হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল উদ্বোধন

জবির প্রথম হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল উদ্বোধন

মোঃ মিনহাজুল ইসলাম, জবি প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম আবাসিক হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯.৩০ মিনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান হলের শুভ উদ্বোদন করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিভিন্ন অনুষদের ডিন, ইনষ্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. এস. এম. আনোয়ারা বেগম, রেজিস্ট্রার, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র অনাবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত ছিল। বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা দখলকৃত হল উদ্ধার ও নতুন হল স্থাপনের দাবিতে রাজপথে আন্দোলন করেছেন। সেসব আন্দোলনের প্রথম ফসল হিসেবে আজ উদ্বোধন হলো বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রীহল। প্রায় এক হাজার ছাত্রী ধারণক্ষমতা সম্পন্ন ১৬ তলাবিশিষ্ট এই হলটি দেশের সবচেয়ে উঁচু আবাসিক হল। এছাড়াও, কেরানীগঞ্জে ২০০ একর জমির ওপর জবির নতুন ক্যাম্পাস নির্মাণ কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, আজ মঙ্গলবার (২০ অক্টোবর) জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস- ২০২০ (১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী) এর শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

এছাড়াও চেক করুন

যানজটে নাকাল রাজধানীবাসী

প্রায় দুই মাস ধরেই যানজটের যন্ত্রণায় ভুগছে রাজধানীবাসী। রাজধানীতে বসবাসরত মানুষের অভিযোগ, যানজটে ভুগলেও দেখার …