প্রচ্ছদ / প্রচ্ছদ / জবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন

জবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন


জবি প্রতিনিধি,

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দ্বায়িত্ব পেয়েছেন জবির ট্রেজারার অধ্যাপক মোঃ কামাল উদ্দিন আহম্মেদ। বৃহস্পতিবার (১৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নুর-ই আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের উপাচার্য পদের মেয়াদ পূর্তিতে পরবর্তী উপাচার্য নিয়োগ ও নবনিযুক্ত উপাচার্য কার্যভার গ্রহণ না করা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ এর ১০ এর (৩) ধারামতে উক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো উদ্দিন আহম্মেদ উপাচার্যের দ্বায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৭ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক মো কামাল উদ্দিন আহম্মেদকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ প্রদান করা হয়। এর আগে তিনি জবির প্রক্টর ও জবির ইংরেজি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও চেক করুন

প্রথম ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধু টানেলে টোল দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে প্রথম ব্যক্তি হিসেবে টোল দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা …