প্রচ্ছদ / প্রচ্ছদ / ড. আনিসুজ্জামানের মৃত্যুতে নোবিপ্রবি নীল দলের শোক

ড. আনিসুজ্জামানের মৃত্যুতে নোবিপ্রবি নীল দলের শোক

 

নোবিপ্রবি প্রতিনিধি:

বাংলাদেশের স্বনামধন্য লেখক-চিন্তক-গবেষক, ভাষাসংগ্রামী, মহান মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ অংশগ্রহণকারী ও দেশের সব প্রগতিশীল আন্দোলনের অগ্রবতী অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক সংগঠন নীলদল।

নীল দলের সভাপতি ড. ফিরোজ আহমেদ ও সাধারণ সম্পাদক বিপ্লব মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের স্বনামধন্য লেখক-চিন্তক-গবেষক, ভাষাসংগ্রামী মহান মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ অংশগ্রহনকারী দেশের সব প্রগতিশীল আন্দোলনের অগ্রবর্তী অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব জাতীয় অধ্যাপক ড.আনিসুজ্জামান স্যারের মৃত্যুতে নীল দল নোবিপ্রবি পরিবার গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে বাংলাদেশ হারিয়েছে একজন অভিভাবককে যিনি যেকোনো জাতীয় সংকটে সামনে থেকে পথ দেখিয়েছেন। আমরা তার নিকট গভীরভাবে ঋণী।

এতে আরো বলা হয়, আমরা নীল দল নোবিপ্রবি পরিবার তার
বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

এছাড়াও চেক করুন

প্রথম ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধু টানেলে টোল দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে প্রথম ব্যক্তি হিসেবে টোল দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা …

২ মন্তব্য

  1. best generic cialis In another large study conducted during six months in two Estonian tertiary care centres, the licensing status of medicines given to newborns hospitalized in NICUs based on 1981 prescriptions to 348 newborns showed that all preterm babies received at least one off label or unlicensed drug 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *