প্রচ্ছদ / প্রচ্ছদ / নড়াইলে দুইশত পরিবারের মাঝে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

নড়াইলে দুইশত পরিবারের মাঝে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক।

নড়াইলে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনা ভাইরাসের জন্য লকডাউনে কর্মহীন হয়ে পড়া
দুইশত অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল দশটায় নড়াইল শহরের রূপগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এসব ত্রাণসামগ্রীর মাঝে রয়েছে চাল, ডাল, তেল, মরিচ, পেঁয়াজ ও আলু।

সকালে স্কুলমাঠে ত্রাণ বিতরণ শেষে বিভিন্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে বাড়ী বাড়ী গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার মোঃ জাহিদ হাসান বলেন, “বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কর্মহীন হয়ে পড়া মানুষদের ত্রাণ দেয়া হচ্ছে। বিভিন্ন সামাজিক সংগঠন থেকেও দেয়া হচ্ছে।ইনশাআল্লাহ বাংলাদেশে কোনো মানুষ না খেয়ে মারা যাবে না।”

স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজ বলেন, “আমরা অসহায় দুস্থদের মাঝে যেমন খাদ্যসামগ্রী দিচ্ছি তেমনি যারা সামাজিক অবস্থানের কারণে ত্রাণ নিতে আসতে লজ্জাবোধ করেন এমন মধ্যবিত্তদের বাড়ী বাড়ী ত্রাণ পৌঁছে দিচ্ছি। এছাড়াও করোনা ভাইরাস শনাক্ত হবার পর থেকে আমরা নড়াইলে এক হাজার মাস্ক বিতরণ করেছি। এছাড়াও বিভিন্ন জায়গা স্প্রে করাসহ নানারকম জন সচেতনতামূলজ কার্যক্রম পালন করেছি।”

উক্ত অনুষ্ঠানে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ হাসান, নড়াইল পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শরফুল লিটু, জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক নাসিমা রহমান পলি, মোঃ ইউনুস, স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের সদস্য এস.এম শাহ পরান, সামিয়া হক শাম্মা, সৈয়দ মিনহাজুজ্জামান পরাগ, নাজমুস সাকিব, মুন্সী রওনক জাহান, মুন্সী ইসরাত জাহান, আহমেদ শাকিল, সোহাগ ফরাজী প্রমুখ।

এছাড়াও চেক করুন

প্রথম ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধু টানেলে টোল দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে প্রথম ব্যক্তি হিসেবে টোল দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা …

৩ মন্তব্য

  1. Pingback: pgslot

  2. Pingback: Bauc144

  3. Pingback: Kampala International University

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *