প্রচ্ছদ / খুলনা / নড়াইলে প্রাইভেট কার-মোটরবাইক সংঘর্ষে ৩ শিক্ষার্থী আহত

নড়াইলে প্রাইভেট কার-মোটরবাইক সংঘর্ষে ৩ শিক্ষার্থী আহত


নড়াইল সংবাদদাতা।

নড়াইল টু কালনা সড়কের মধুমতি ইট ভাটার সামনে প্রাইভেট কার ও মোটরবাইকের সংঘর্ষে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। আজ রবিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬.০০ টায় নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় কালনা ঘাটের অদূরে একটি প্রাইভেট কারকে দ্রুতগতিতে অতিক্রম করার সময় মোটরবাইকটি ধাক্কা খেয়ে পড়ে যায়। এ সময় মোটরবাইকের তিন আরোহী আহত হন।স্থানীয়রা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহতরা হলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দান ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বি.এস.সি ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ মুজাহিদুল ইসলাম, সরকারি বি.এল কলেজের ইতিহাস বিভাগের স্নাতক (সম্মান) ২য় বর্ষের শিক্ষার্থী মোঃ আশিকুর রহমান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) ১ম বর্ষের মোঃ সুজন শেখ।
আহতদের প্রত্যেকের বাড়ী নড়াইল জেলায়।

জানা গেছে, প্রাথমিক চিকিৎসা শেষে আহতরা সবাই আশঙ্কামুক্ত অবস্থায় রয়েছেন।

এছাড়াও চেক করুন

প্রথম ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধু টানেলে টোল দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে প্রথম ব্যক্তি হিসেবে টোল দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা …