প্রচ্ছদ / প্রচ্ছদ / ফ্রান্সে রাসুল (সাঃ)কে অবমাননার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ

ফ্রান্সে রাসুল (সাঃ)কে অবমাননার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ

নড়াইল সংবাদদাতা।

ফ্রান্সে রাসুল (সাঃ)- এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নড়াইল সদর উপজেলার মালিডাঙ্গা মিনাবাজারে ফ্রান্স বিরোধী বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) বিকেল ৪.৩০ এ মালিডাঙ্গা মিনাবাজার থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উক্ত সমাবেশে বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা মোঃ তবিবুর রহমান, শাহীন শিকদার, মোঃ জোসেফ, মোঃ চঞ্চল মোল্ল্যা, মাহফুজুর রহমান, সাব্বির আহমেদ, আলামিন প্রমুখ।

উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা ফ্রান্সের সাথে মুসলিম বিশ্বের সকল প্রকার বাণিজ্যিক ও কূটনীতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান। এছাড়াও মুসলিম দেশের সকল জনগণকে ফরাসি পণ্য বয়কট করার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, অচিরেই রাসুল (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করতে হবে। নতুবা প্রতিবাদ কর্মসূচিকে আরও বেগবান করা হবে।

এছাড়াও চেক করুন

প্রথম ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধু টানেলে টোল দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে প্রথম ব্যক্তি হিসেবে টোল দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা …