প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / বর্ণমালার আয়োজনে ৪০তম বিসিএস সুপারিশ প্রাপ্ত ক্যাডার ও বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

বর্ণমালার আয়োজনে ৪০তম বিসিএস সুপারিশ প্রাপ্ত ক্যাডার ও বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতাঃ-

চাই না অন্ন, চাই না বস্র, অ আ ক খ আসল অস্র এ স্লোগান’কে সামনে রেখে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, বর্ণমালা সামাজিক সংঘের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় পদুয়ারপাড় ঈদগা মাঠে, ৪০তম বিসিএস এ সুপারিশ প্রাপ্ত নাঙ্গলকোট উপজেলার ক্যাডারদের ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হেসাখাল ইউনিয়নের শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলোয়াত ও বর্ণমালা সামাজিক সংঘের সভাপতি জাবের মাহমুদের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। রিপাবলিক ইন্সুইরেন্স কোম্পানী লিঃ ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর সামছুদ্দিন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন কালু, বিশেষ অতিথি বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক, ঢাকা কমার্স কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ওয়ালীউল্লাহ্, সুহৃদ এ কে কলেজ অব সায়েন্স এন্ড টেকনোলজির অধ্যক্ষ ড. এ কে এম হারুনর রশীদ মজুমদার, শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের প্রশিক্ষক সামছুদ্দিন শিশির, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ডেপুটি ম্যানেজার ফয়জুল কবির খাঁন, বিশিষ্ট ব্যবসায়ী শোয়েব খন্দকার, পুলিশ ইন্সপেক্টর মোঃ শহিদুল্লা, সেনাবাহিনী ক্যাপ্টেন মুসফিকুর রহমান মাসুদ, নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, নাঙ্গলকোট পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর সাদেক হোসেন, হেসাখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল বাহার মজুমদার, হেসাখাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোতালেব হোসেন, সাধারণ সম্পাদক জালাল আহাম্মদ ভূঁইয়া, মাষ্টার আব্দুল লতিফ পাটোয়ারী প্রমূখ।

অনুষ্ঠানে উপজেলার ৪ জন ৪০তম বিসিএস এ সুপারিশ প্রাপ্ত ক্যাডারদের সংবর্ধিত করা হয়, তারা হলেন সামছুজ্জামান সবুজ প্রশাসন (ক্যাডার) (হেসাখাল ইউনিয়ন) সাইফুল ইসলাম স্বপ্নীল (শিক্ষা ক্যাডার) (মক্রবপুর ইউনিয়ন) মাইনুল হোসেন মজুমদার (শিক্ষা ক্যাডার) (নাঙ্গলকোট পৌরসভা) এছাক মিয়া সজল (শিক্ষা ক্যাডার) (জোড্ডা ইউনিয়ন)

পাবলিক বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা হলেন, তাহিয়া রাদিয়া সুলতানা (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) মহিফা সুলতানা (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) মুনতাসিম বিন শাসম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) হাবিবুর রহমান সাগর (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) সাজিদ হোসেন শিমুল (ঢাকা বিশ্বিবদ্যালয়) সাদমান শাবাব কবির (আহছানউল্লা ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি) ইমাম হোসেন (বরিশাল বিশ্ববিদ্যালয়)

অনুষ্ঠানে প্রানবন্ত সঞ্চালনা করেন বর্ণমালা সামাজিক সংঘের সাধারন সম্পাদক রবিউল হোসাইন রাজু।

এছাড়াও চেক করুন

নতুন ঘর পেয়ে মহা খুশি নারুয়ার অসহায় মুনাব মিয়া

‘প্রত্যয়’ সংগঠনের উদ্যোগে ও সজআ সংগঠন ও শ্রীকামতা পশ্চিমপাড়া স্পোটিং ক্লাবের সহযোগীতায় অবশেষে শেষ হলো …