প্রচ্ছদ / পার্বত্য চট্টগ্রাম / বান্দরবানের আলীকদমে মাতামুহুরী রির্জাভ অঞ্চলে অবৈধভাবে পাথর উত্তোলন

বান্দরবানের আলীকদমে মাতামুহুরী রির্জাভ অঞ্চলে অবৈধভাবে পাথর উত্তোলন

অনলাইন ডেস্কঃ।

বান্দরবান জেলা প্রশাসকের কোন রকম অনুমতি ছাড়া আলীকদম উপজেলার মাতামুহুরী রির্জাভ অঞ্চল থেকে প্রতিদিন হাজার হাজার ঘনফুট পাথর অবৈধভাবে উত্তোলন করে পাচর করে দিচ্ছে পাচারকারী একটি ক্ষমতাশীল প্রভাবশালী চক্র ৷ এ প্রভাবশালী পাথর কেখোরা পাহাড় কেটে আর মাটি খুঁড়ে এসব পাথর উত্তোলন করছে৷

অবৈধভাবে পাথর উত্তোলন করার অপরাধে গেল গত ২ মাস আগে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সায়েদ ইকবাল ভ্রাম্যমান অভিযান চালিয়ে ১১ হাজার ঘনফুট পাথর জব্দ করেছেন৷এদিকে আলীকদম উপজেলা প্রশাসন শুরু থেকে অবৈধভাবে পাথর জব্দের অভিযান অব্যাহত রাখলেও বর্তমানে তা বন্ধ থাকায় পাথর পাচারকারীরা বেপরোয়া হয়ে উঠেছে প্রকাশ্যে দিবা লোকে পাথর উত্তোলন করে পাচার করে দিচ্ছে।

অনুসন্ধানে গিয়ে দেখা যায় আলীকদম উপজেলার ২৮৭নং তৈন মৌজার ছোট ভরি,বড় ভরি,পানির ঝিরির শাখা প্রশাখা থেকে পাথর উত্তোলনের জন্য পারিমিত না থাকা শর্তেও তারা পাথর তুলছেন। উক্ত পারমিটের অনুবলে পাথর গুলো পরিবহনের কোন অনুমোদন নেই এবং পারমিটের কোন পাথর উল্লেখিত স্থান থেকে পরিবহন করা সম্পূর্ণ অবৈধ, সেহেতু আলীকদম উপজেলার যে কোন স্থান থেকে পাথর উত্তোলন করা সম্পূর্ণ অবৈধ৷ অবৈধভাবে পাথর উত্তোলন করার অপরাধে গত ২ মাস আলীকদমের চৈক্ষ্যং ইউপির পাট্রাখাইয়া এলাকায় ভ্রাম্যমান অভিযান চালিয়ে ১১ হাজার ঘনফুট পাথর জব্দ করেছেন নির্বাহী অফিসার মহোদয়, বর্তমানে অভিযান অব্যাহত রয়েছে৷

আলীকদম উপজেলা থেকে পাথর উত্তোলন সম্পূর্ণ অবৈধ বলে জানালেও বর্তমানে আলীকদম উপজেলার ছোট ভরি ও নুনা ঝিরি,রোয়াম্ভু খাল,মাতামুহুরী রিজার্ভের ভূজিখাল,ছোট বেতি,বড় বেতি, চৈক্ষ্যংয়ের পাট্টাখাইয়া,পানির ঝিরি,ঠাকুর ঝিরি থেকে প্রতিদিন হাজার হাজার ঘনফুট পাথর উত্তোলন করছে এ পাথর উত্তোলনকারী স্হানীয় প্রভাবশালী নেতা ও কিছু বব্যবসায়ীরা। তারা এইসব স্থানে ঝিরির পাশে স্তুপে স্তুপে জড়ো করে রেখেছে পাথর৷ এ সব পাথর গুলো ছোট-বড় ট্রাক যোগে পাচার করে দিচ্ছে পাথর খেকোরা এর কারণে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে তেমনি বড় ধরণের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকর৷

অনুসন্ধানে গিয়ে জানা যায় আলীকদম উপজেলা মাতামুহুরী রির্জাভ অঞ্চলে বসবাস কারী মুরুং ও ত্রিপুরা সম্প্রদায়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি বলেন, গত ১ বছর ধরে মাতামুহুরী রির্জাভ অঞ্চল থেকে পাথর উত্তোলন করে চলছে উপজেলা সদরের প্রভাবশালী নেতা ও ব্যবসায়ী সহ অনেকে জড়িত আছেন।পাথর উত্তোলনের কারণে আমাদের নানা ধরণের সমস্যা হলে বলে জানান ম্রো, ত্রিপুরা ও মার্মা সম্প্রদয়ের লোকজনেরা।তাদের বাধা দিলে তারা বাধা শুনে না এবং উল্টা আমাদের কে অপমান জনক কথা বলেন বিভিন্ন ধরণের হুমকি দিচ্ছেন। তারা প্রতিদিন ছোট – বড় ট্রাক যোগে প্রায় থেকে ৪ থেকে ৬ টি গাড়ীতে করে পাথর বোঝাই করে আলীকদম সদরে নিয়ে যায়৷ বিভিন্ন স্থানে মজুদ করেছে লক্ষাধিক ঘনফুট পাথর। আলীকদম উপজেলাবাসীর প্রাণের দাবী প্রশাসন অভিযান চালালেই পাথর গুলো জব্দ করা সম্ভব হবে এবং পাথর উত্তোলন দ্রুত সময়ে বন্ধ করা সম্ভব হবে বলে মত প্রকাশ করেন বিশিষ্ট জনেরা।

এছাড়াও চেক করুন

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে ইউপি সদস্য আহত।

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,বান্দরবান। বান্দরবান সদর উপজেলায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য আহত …

৩ মন্তব্য

  1. I depight in, lead to I discovered exxactly whaqt I sed tto be taking
    a look for. You havge ended my four day ong hunt!

    Good Blsss you man. Have a njce day. Bye

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *