প্রচ্ছদ / পার্বত্য চট্টগ্রাম / বান্দরবানে দুর্বৃত্তদের হামলায় ইউপি সদস্যের মৃত্যু

বান্দরবানে দুর্বৃত্তদের হামলায় ইউপি সদস্যের মৃত্যু

বান্দরবান প্রতিনিধিঃ

বান্দরবানের জামছড়িতে দুর্বৃত্বদের গুলিতে আহত সাবেক ইউপি সদস্য উচ থোয়াই মারমা (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

শনিবার (২৯ ফেব্রুয়ারী) ভোরে জামছড়ি নিজ বাড়িতে তিনি মারা যান। এনিয়ে এই ঘটনায় আওয়ামী লীগ নেতা বাচনু মারমা সহ তিনজন মারা গেছেন।

গত ২২ শে ফেব্রুয়ারী বান্দরবানের সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের জামছড়ি মুখ পাড়ায় একদল সশস্ত্র দুর্বৃত্বদের হামলায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাচনু মারমা নিহত ও পাঁচজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। আতঙ্কে স্ট্রোক করে মারা যায় আরো একজন। আহতদের মধ্যে সাবেক ইউপি সদস্য উচ থোয়াই শনিবার মারা যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানিয়েছেন ঘটনার পর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে সাবেক ইউপি সদস্যকে বান্দরবানে নিয়ে আসা হলে তিনি শনিবার মারা যান। আওয়ামিলীগে এ ঘটনার জন্য আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতিকে দায়ী করেছে। তবে জনসংহতি সমিতির পক্ষ থেকে এ ঘটনায় তাদের সম্পৃক্ততার কথা অস্বীকার করা হয়েছে।

স্থানীয় সূত্র জানিয়েছে মারা যাওয়া সাবেক ইউপি সদস্য ঘটনার সাথে জড়িত বেশ কয়েকজনের নাম উল্লেখ করে গিয়েছে।

এছাড়াও চেক করুন

প্রথম ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধু টানেলে টোল দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে প্রথম ব্যক্তি হিসেবে টোল দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা …

১৯ মন্তব্য

  1. Doubtful where to locate accutane? Check out where can i get accutane for competitive alternatives.

  2. Find cost-effective accutane tablets pharmacy at accutane tablets pharmacy and order with ease.

  3. Curious about the prices of accutane in Canada? Discover accutane prices canada for important information.

  4. What is the difference between 120 milligrams and 120 milligrams daily of Accutane? https://isotretinoinex.website/

  1. Pingback: casino

  2. Pingback: sig p320 carry

  3. Pingback: baby bunnies

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *