প্রচ্ছদ / ক্যাম্পাস / ভর্তিচ্ছুদের অভিনন্দন জানিয়ে ইবিতে ছাত্র সংগঠনের মিছিল

ভর্তিচ্ছুদের অভিনন্দন জানিয়ে ইবিতে ছাত্র সংগঠনের মিছিল


নিজস্ব প্রতিবেদকঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ছাত্র মৈত্রী ও ছাত্র ইউনিয়ন।

বুধবার ‘ডি’ ইউনিটের পরীক্ষা শেষে উক্ত ছাত্র সংগঠনত্রয় ক্যাম্পাসে তাদের দলের যোগদানের জন্য এ মিছিল করা হয়।

এসময় ছাত্রলীগের বিদ্রোহী দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, তৌকির মাহফুজ মাসুদ, মিজানুর রহমান লালন, ফয়সাল সিদ্দিকী আরাফাতসহ অন্যান্য কর্মীবৃন্দ।

শাখা ছাত্র মৈত্রীর সভাপতি আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক পাপ্পু এর নেতৃত্বে অন্যান্য নেতা কর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন।

জি কে সাদিক এর নেতৃত্বে অভিনন্দন মিছিলে উপস্থিত ছিলেন ইমামুল সোহান, পিয়াস পান্ডেসহ অন্যান্য কর্মীরা।

উল্লেখ্য, নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ও সুষ্ঠুভাবে এ বছরের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এবছর বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদের অধীন ৩৪টি বিভাগে ২৩০৫টি আসনের বিপরীতে আবেদন করেছিল ৬১ হাজার ৯৪২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। চার ইউনিটে প্রায় ৯২ শতাংশ শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

উল্লেখ্য, পরীক্ষার ফলাফল ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশিত হবে এবং চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শেষে ১১ জানুয়ারি ক্লাস শুরু হবে। পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.iu.ac.bd/admission) তে পাওয়া যাবে।

এছাড়াও চেক করুন

অনলাইনে সদস্য নিচ্ছে কুভিকসাস

সাফায়েত উল্লাহ মিয়াজী: নতুন সদস্য সংগ্রহ করছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস)। শনিবার এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *