প্রচ্ছদ / প্রচ্ছদ / ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে কয়েদির মৃত্যু

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে কয়েদির মৃত্যু

মিজানুর রহমান সুজন, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে এক কয়েদির মৃত্যু হয়েছে। জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি ভ্রাম্যমান আদলতে মাদক মামলায় তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী নগরীর আকুয়া এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে ইব্রাহিমকে (৪২) ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
পরে গত সোমবার রাতে ইব্রাহিম হৃদরোগে আক্রান্ত হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ( মমেকহা ) চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সোমবার দিবাগত রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কয়েদি ইব্রাহিম।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেলার আব্দুল্লাহ্। তিনি জানান, ইব্রাহিম (৪২) মাদক মামলার দন্ড প্রাপ্ত আসামী। গত ২৫ ফেব্রুয়ারি ভ্রাম্যমান আদালত তাকে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড দিলে কারাগারে আনা হয়। কারাবরণ অবস্থায় ইব্রাহিম শ্বাসকষ্টে ভুগছিলো। সোমবার রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে মমেকহা তে চিকিৎসার জন্য ভর্তি করা হয় এবং সেখানেই মৃত্যু বরণ করে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। সূত্র: বিএনএ নিউজ২

এছাড়াও চেক করুন

প্রথম ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধু টানেলে টোল দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে প্রথম ব্যক্তি হিসেবে টোল দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *